সংবাদদাতা, কালনা :-
বারোয়ারী লক্ষী পূজার আতসবাজি পোড়ানোর সময় মাথায় বাজির অংশ পরে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানা এলাকার আসানপুর গ্রামে। পুলিশসূত্রে জানাগেছে, মৃত ছাত্রের নাম শিবম ঘোষ (৯)। সে স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়সূত্রে জানাগেছে, ৩৭ বছর ধরে এলাকায় ধুমধাম করে একটি বারোয়ারী লক্ষী পুজো হয়।
পুজো উপলক্ষে গ্রামে মেলা, যাত্রার আয়োজন করা হয়। পুজোর তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আতসবাজি পোড়ানোর অনুষ্ঠান ছিল। শিবম মেলার মাঠে একটি দোকানের কাছে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখছিল। কদমগাছ বাজি পোড়ানোর সময় তার থেকেই বাজির অংশ এসে শিবমের মাথায় পরে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মন্তেশ্বর হাসপাতাল এবং পরে রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিবম ঘোষের মৃত্যু হয়েছে। বুধবার বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে শিবমের দেহের ময়না তদন্ত হয়।