সংবাদদাতা, বাঁকুড়াঃ-
কয়েকদিন আগেই বাঁকুড়ার জেলাশাসক ডক্টর উমা শংকর এস ইন্দাস এর বালি খাদান পরিদর্শনে গিয়েছিলেন। জেলাশাসকের নির্দেশে এবার বালি খাদানে পরিদর্শন করতে গেলেন পাত্রসায়ের বি এল আর ও তাপস কুমার পাল। এদিন তাপস বাবুর নেতৃত্বে পাত্রসায়ের থানার অন্তর্গত পাঁচপাড়া এবং সালখাড়া বালিঘাট পরিদর্শন করা হয়। তবে আজ ঘাটগুলো বন্ধ থাকায় সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে কিছু হচ্ছে কিনা কিছু সেভাবে তা বোঝা যায়নি।
তাপস কুমার পাল বলেন বাঁকুড়া জেলার ডিএম এর নির্দেশে প্রতি সপ্তাহে বিভিন্ন বালিঘাট আমরা রেট করে থাকি সেই ভাবে আজও আমরা বেরিয়েছিলাম। তিনি বলেন পাত্রসায়ের সরকারি আটটি লাইসেন্সপ্রাপ্ত ঘাট রয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী সেখানে থেকে বালি উঠছে তবে আজ ঘাট বন্ধ থাকায় সেভাবে কিছু বেআইনি কাজ হচ্ছে কিনা তা ধরা পড়েনি ৷