সংবাদদাতা, দুর্গাপুরঃ– গোটা দেশ তথা রাজ্য জুড়ে নারী নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে। কিছুদিন আগে দেখা গেল, হায়দ্রাবাদের এক পশু চিকিৎক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে খুন করল এক দুষ্কৃতির দল। অন্যদিকে কলকাতার কালীঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনার অভিযোগের সাক্ষী থাকল রাজ্যবাসী। আমরা জানি যে, আগেকার দিনে মা, বোনেরা বাইরের কাজ কর্ম তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসত সূর্য ডোবার আগেই। অবশ্য এখনকার মেয়েরা আগেকার তুলনায় অনেক স্বাধীন। আগেকার থেকে এখন পুলিশ প্রশাসনও অনেকটা সক্রিয়। তবে কেন এমন বাজে ঘটনা বারংবার ঘটে চলেছে। তাই মেয়েদের সেফটির জন্য শিল্প শহর দুর্গাপুরে ‘উম্যান প্রোটেকশন টিম’ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, মা, বোনেরা সন্ধ্যের পর যদি কোনো আপদে পড়েন তাহলে বিনা দ্বিধায় এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার কখনো যদি এমন পরিস্থিতি হয় যে, ট্রেনে আসছেন স্টেশনে নামতে দেরি হতে পারে, কোনোরকম আশঙ্কা রয়েছে তাহলে আপনারা আগেই ফোনে আমাদের সরাসরি জানিয়ে দিতে পারবেন। সংগঠনের তরফ থেকে এটাও বলা হয়েছে এর কেউ কিন্তু মিস ইউস করবেন না। বিভিন্ন সোসাল মিডিয়াতে পোষ্ট দিয়ে দুর্গাপুরের একদল স্বেচ্ছাসেবী যুবক শিল্প শহরের মা, বোনেদের সুরক্ষার কথা মাথায় রেখে ও তাঁদের সন্মান অক্ষুন্ন রাখতে শিল্প শহরের বিভিন্ন এলাকা ছড়িয়ে থাকা তাঁদের স্বেচ্ছাসেবী যুবকদের নাম মোবাইল নাম্বার ও এলাকার বিবরন দিয়ে বিভিন্ন সোসাল মিডিয়াতে পোষ্ট করছেন। শিল্প শহরবাসী তদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।