সংবাদদাতা, বাঁকুড়া:
তালডাংরা থানার খরখরি গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল বরুন মাঝি(২১) এবং দুলাল দে(২৫) নামে দুই যুবক। দুই যুবকই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তালডাংরা থানার সাবড়াকেন ফাঁড়ির খরখরি গ্রামে দুই যুবক এসে বেশকিছু গ্রামবাসিদের কাছে জোর পূর্বক টাকার দাবি করেন,এবং এক গৃরামবাসির কাছে দশ হাজার টাকা দাবি করলে ঐ ব্যাক্তি কিছু টাকা দেয় পুরো টাকা না দিয়ে।তখনই এই ধৃত যুবকরা ব্যাক্তিটিকে লক্ষ্য করে বন্দুক ফায়ার করে।আএবং তৎক্ষনাৎ গ্রামবাসিরা বন্দুক আওয়াজ শুনে বেরিয়ে আসে।এবং গ্রামবাসি গ্রামের চারদিক থেকে এই ধৃত যুবকদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়।সাথে সাথে পুলিশ গিয়ে একটি ওয়ান শুটার পাইপগান সহ এই দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।আজ দুপুর ১টা নাগাদ দুই যুবক খাতড়া মহকুমা আদালতে তোলার জন্য নিয়ে।
পুলিশ সূত্রে এও জানা যায়,বরুন মাঝির বাড়ি পশ্চিমমেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কৃষ্টনগরে এবং দুলাল দে’র বাড়ি গোয়ালতোড় থানার চাঁদাবেলা গ্রামে ।