সংবাদদাতা, কাটোয়াঃ-
আমদের দেশে পুত্র সন্তান জন্মালে খুব ভাল আর কন্যা সন্তান জন্মালে খারাপ এই পুরোনো রেওয়াজ এখনো অব্দি চালু আছে। ঠিক এরকমই এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল কাটোয়া বাসী। কন্যা সন্তানের জন্ম মেনে নিতে স্বীকার তার পিতা। স্থানীয় সূত্রে এও জানা গেছে, ৩ হাজার টাকার বিনিময়ে সদ্য জন্মানো কন্যা সন্তানটিকে তার বাবা একবার বিক্রিও করে দিয়েছিল। কিছুদিন পর তাঁর স্ত্রী ৩ হাজার টাকা ফেরত দিয়ে নিজের কন্যা সন্তানকে ফিরিয়ে নিয়ে। এর এটাই হল কন্যা শিশুটির কাছে কাল। একদিন ওই শিশুটির হঠাৎই অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর বাবা বাড়ির লোককে কিছু না জানিয়ে কাছেই একটি নদীতে নৃশংসতার সঙ্গে বালুচরে শ্বাসরোধ করে পুঁতে দেয়। পরে দেহটি পাওয়া গেলে স্থানীয়দের সন্দেহ শিশুটির বাবা এই খুনটি করেছে।
এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রাম থানার ন’ পাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ইতিমধ্যেই শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেপাজতে নিয়েছে। পুলিশের মত, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন কি তা জানা যাবে। যদিও শিশুটির পরিবারের থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্তের দাবি তাঁর সদ্যোজাত কন্যা সন্তান কিছুদিন ধরে বসন্ত রোগে ভুগছিল। তাই তার জন্যই আমার সন্তানের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের দৃঢ় সন্দেহ নিজের বাবাই তাঁর শিশুকে খুন করেছে। পুলিশ অবশ্য তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।