সংবাদদাতা, বাঁকুড়াঃ-
দলবদলের ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা তৃণমূল সূত্রে দাবী, ওন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ টি পরিবার বিজেপি ছেড়ে তাদের দলে ও স্থানীয় কলেজের ১৪ জন এবিভিপি সদস্য টিএমসিপিতে যোগ দিয়েছে। যদিও বিজেপির তরফে তৃণমূলের দাবী সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সূত্রে খবর, একদিকে নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। অন্যদিকে, ওন্দা থানা মহাবিদ্যালয়ে সক্রিয় এবিভিপি কর্মী সুশান্ত মণ্ডলের নেতৃত্বে ১৪ জন টিএমসিপিতে যোগ দিয়েছেন। তাদের হাতে দল- সংগঠনের পতাকা তুলে দেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ও তৃণমূলের বিধায়ক অরুপ খাঁ। ঐ কলেজে এই ১৪ জনই এবিভিপি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এবার তারাও টিএমসিপি পতাকাতলে আসায় ওন্দা থানা মহাবিদ্যালয় বিরোধী শূণ্য হলো বলেই তৃণমূল সূত্রে দাবী করা হয়েছে।