eaibanglai
Homeএই বাংলায়'আসাম জ্বলছে, বাংলা জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, পূর্বাঞ্চল জ্বলছে' বলেন সিপিএম সম্পাদক সূর্যকান্ত...

‘আসাম জ্বলছে, বাংলা জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, পূর্বাঞ্চল জ্বলছে’ বলেন সিপিএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র

সংবাদদাতা, বাঁকুড়াঃ- ‘আসাম জ্বলছে, বাংলা জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, পুরো পূর্বাঞ্চল জ্বলছে। ছ’টি রাজ্য বিরোধীতা করেছে। এরপরেও মোদি-অমিত শাহ কোম্পানী স্বয়ং সেবক সংঘকে নিয়ে এনআরসি, ক্যাব চালুর চেষ্টা করছে। সারা দেশের মানুষ সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবেন। শনিবার বাঁকুড়া শহরের কমরার মাঠে ‘কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন’ উপলক্ষে সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে আরো বলেন, মুখ্যমন্ত্রী মুখে বলছেন এনআরসি চালু হতে দেবোনা। অথচ এনপিআর তৈরীর সার্কুলার জারি হয়েছে। এখন ‘মেগা সিরিয়াল’ চলছে দাবী করে তিনি বলেন, সিএবি-র ১ এপ্রিল থেকে শুরু হবে এনপিআর, যা ভিত্তিতে হবে এনআরসি। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলেও তিনি দাবী করেন।

তৃণমূলকে ‘বিশৃঙ্খল’ দল দাবী করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এরা নিজেদের মধ্যে মারামারি করছে। আবার কখনো কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে তো আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, অথচ আট জন সাংসদ লোকসভায় ভোট দিলেননা। বিশৃঙ্খল একটা দল কি করে শৃঙ্খলা রক্ষা করবে বলেও তিনি প্রশ্ন তোলেন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments