সংবাদদাতা, বর্ধমান:- সরকারি চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে বেকার ছেলে মেয়েদের কয়েক কোটি টাকার প্রতারণা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বর্ধমান সি জে এম আদালত। প্রতারণার বিষয়ে ভাতার থানার নেসিগ্রামের বাসিন্দা অনিল কুমার পাল সি জে এম আদালতে মামলা করেছেন। কেস রুজু করে তদন্তের জন্য ভাতার থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে । তারপর মাস খানেক কেটে গিয়েছে। কিন্তু অভিযুক্তদের কেউই এখনো গ্রেপ্তার হয়নি। ভাতার থানার এক অফিসার বলেন কেস হয়েছআক। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আদালতে অনিল বাবু জানিয়েছেন তিনি হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার বিভাগে চাকরি করতেন। তারই এক সহকর্মী ও তার স্ত্রী সরকারি চাকরি করে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে। সহকর্মী হওয়ার কারণে তিনি ছেলের চাকরির জন্য কয়েক দফায় চেকে ৪ লক্ষ টাকা দেন। কিন্তু তার ছেলের চাকরি হয়নি। টাকা ফেরত চাইতে গেলে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম করে সে ঘুরিয়ে দিচ্ছে। টাকা ফেরত দিচ্ছে না। কিছুদিন আগে তিনি জানতে পারেন অভিযুক্ত অফিসার এম্প্লয়িস co-operative এর একাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা তছরুপ করে গ্রেপ্তার হয়ে। কিছুদিন আগে তিনি ব্যান্ডেল অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন অভিযুক্ত আরো বহুজনকে প্রতারণা করেছে । বর্তমানে ট্রান্সফার নিয়ে পুরুলিয়ার সাঁওতালডিহি থার্মাল পাওয়ার স্টেশনে চলে গিয়েছে সে। বহুবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি । বিষয়টি তিনি এসপিকে জানান। পরে বিষয়টি তিনি ডিজিকে জানান। তাতেও ফল না হওয়ায় তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।