eaibanglai
Homeএই বাংলায়৭১ তম প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়ার ঝালদা মহকুমায় ছৌ নাচ প্রদর্শনী অনুষ্ঠান

৭১ তম প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়ার ঝালদা মহকুমায় ছৌ নাচ প্রদর্শনী অনুষ্ঠান

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া:- পুরুলিয়ার ঝালদা মহাকুমা এলাকার ঝালদা ১ নম্বর ব্লক অফিস সংলগ্ন ময়দানে সাড়ম্বরে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস। এদিন অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ঝালদা মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সুমন্ত কবিরাজ। পতাকা উত্তোলনের পর ঝালদা মহাকুমা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঝালদা মহকুমা শাসক। এরপরেই সম্মিলিত
বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন দেখানো হয়,সুসজ্জিত চলমান প্রদর্শনী করা হয় বিভিন্ন সরকারি দপ্তরের ট্যাবলোকে নিয়ে আর এই ট্যাবলো গুলির আগে আগেই সারা মাঠ ভ্রমণ করেন নাচতে নাচতে পুরুলিয়ার
সংস্কৃতি তথা ছৌ শিল্পীরা আর তাতেই মন ভরে যায় অনুষ্ঠানে আগত সকলের। এছাড়াও মহকুমা এলাকার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে করানো হয় নাচ,গান ও বিভিন্ন ধরনের
সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখানো হয় ফায়ার ব্রিগেডর তৎপরতায় হঠাৎ করে বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আগুন নেভানোর কৌশল। সবশেষে মহকুমা প্রশাসনের উদ্যোগে অংশ গ্রহণকারী সফল ছাত্র
-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও বিতরণ করা হয় ফল মিষ্টি। সাধারণতন্ত্র দিবস কে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা এলাকার চারটি ব্লক অফিসের ব্লক আধিকারিক সহ চারটি
চারটি থানা ও দুটি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments