সংবাদদাতা, বাঁকুড়াঃ- বেশ কয়েকদিন ধরেই ওভারলোড বন্ধের দাবিতে নড়ে চড়ে বসেছেন কোতুলপুরের এক সংগঠন। আমরা সবাই একসাথে গত কয়েকদিন আগে তারা কোতুলপুর অঞ্চলে কিছু জায়গায় ওভারলোড গাড়ি আটকে বিক্ষোভ দেখান। আজ সেই একই কর্মসূচি নিলেন কোতুলপুর অঞ্চলে আরামবাগ বিষ্ণুপুর অহল্যা বাই রোড রায়বাঘিনী গ্রামের মহিলা। এই গ্রামের অনেক মহিলা ও ওভারলোড বন্ধের দাবিতে রাস্তায় নামেন। তারা লাল পতাকা দেখিয়েছি ওভারলোড নিয়ে যেতে বারণ করেন এই সংগঠনের মহিলা বলেন আমাদের আন্দোলন চলছে চলবে। যদি প্রশাসন ওভারলোড বন্ধের জন্য কোন ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।