eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার বালি পাচার নিয়ে ফের তদন্ত শুরু স্বেচ্ছাসেবী সংস্থার

বাঁকুড়ার বালি পাচার নিয়ে ফের তদন্ত শুরু স্বেচ্ছাসেবী সংস্থার

মনোজ সিংহ, বিষ্ণুপুরঃ- লাগাম ছাড়া বালি পাচারে রাশ টানার কথা মুখে বার বার বলছেন মুখ্যমন্ত্রী। তা সত্বেও, গা ছাড়া ভাব বাঁকুড়া ও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসনের। এ নিয়ে প্রশ্ন করলেও, মুখে কুলুপ জেলার কর্তা-ব্যাক্তিদের। বলা হচ্ছে, “মুখ্যমন্ত্রী আসছেন বাঁকুড়া জেলায়, তার আগে প্রশাসন ব্যস্ত তাঁর সামনে জেলার বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতির পরিসংখ্যান তৈরীতে। বালির মতো ছোটখাটো বিষয় নিয়ে ভাববার এখন সময় নেই”।
প্রশাসন পুলিশের হাতে সময় না থাকতে পারে, তবে সেই সুযোগ কে কাজে লাগিয়ে লুঠের বহর বেড়ে গেছে জেলার দ্বারকেশর, দামোদর নদি গর্ভ থেকে।
‘অল ইন্ডিয়া অ্যানটি করাপশন অর্গানাইজেশন’ নামের সংস্থাটি ইতিমধ্যেই বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশর রাও’র কাছে বালি লুঠ নিয়ে লিখিত অভিযোগ জমা করেছে। সংস্থাটির আধিকারিক সুব্রত মল্লিক বললেন, “পুলিশ কি করছে জানি না। আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। একটা চিঠি পুলিশ কে দিয়েছি। তারপর ফের তদন্ত শুরু করেছি সোনামুখি, পাত্রসায়ের, ইন্দাস, ওন্দা ব্লক গুলিতে বালি পাচার নিয়ে। আবার রিপোর্ট দেব পুলিশ, প্রশাসন কে। পাঠাবো আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরেও”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments