সংবাদদাতা, বর্ধমানঃ- ব্যাংক অফিসার পরিচয় দিয়ে এটিএমের তথ্য জেনে মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম বিদ্যুৎ দাস। বীরভূমের লোকপুর থানার নাকড়াকোণ্ডায় তার বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আরও কয়েকজন টাকা হাতানোয় জড়িত বলে পুলিসশের অনুমান। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের জন্য এবং চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন পুলিশি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার গণেশ চন্দ্র সেন। ধৃতকে ৪ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। পুলিশ জানিয়েছে, রায়না থানার বোকড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণা মাঝির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর তিনি ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনটি তাঁর ছোট মেয়ে ধরে। ব্যাংক অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তার কাছ থেকে এটি এমের তথ্য জানতে চায়। বুঝতে না পেরে কৃষ্ণার মেয়ে এটিএমের তথ্য ও ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেয়। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা উঠে যায়। ঘটনার কথা জানিয়ে কৃষ্ণা রায়না থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে সাইবার সেলের সাহায্যে ফোনের সূত্রে টাকা হাতানোয় বিদ্যুৎ-এর জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিশ।