eaibanglai
Homeএই বাংলায়বর্ধমানে উঠতি অভিনেত্রীর মানসিক অবসাদের জেরে আত্মহত্যা

বর্ধমানে উঠতি অভিনেত্রীর মানসিক অবসাদের জেরে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ- অভিনয় জগতে আশানুরুপ ঠাঁই না মেলায় মানষিক অবসাদে আত্মঘাতি হলেন এক উঠতি অভিনেত্রী। মৃতের নাম সুবর্ণা যশ (২৩)। বাড়ি বর্ধমান শহরের তেলিপুকুর মোহনবাগ এলাকায়। মৃতার বাবা নিখিল যশ জানিয়েছেন, সুবর্ণা বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল। এরপর সে মাস কমিউনিকেশ নিয়ে পড়াশোনা করে। কলকাতার টালিগঞ্জে সে গত কয়েকবছর থাকছিল। একইসঙ্গে মডেলিং এবং সিনেমায় অভিনয় করছিল। কিন্তু কয়েকটি সিরিয়ালে পার্শ্বচরিত্রের সুযোগ পেলেও নায়িকার চরিত্রে কোনো সুযোগ পাচ্ছিল না। তা নিয়ে হতাশায় ভুগতে থাকেন। এরপর মাস চারেক আগে সে বাড়ি ফিরে আসে। নিখিলবাবু জানিয়েছেন, সুবর্ণার পড়াশোনা এবং অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রায় ১২/১৩ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তাই সব মিলিয়ে সে চরম হতাশায় ভুগতে থাকেন। গত কয়েক মাস ধরে তার পরিবারের লোকজন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে নিয়ে যায়। গতকাল তিনি একাই বাড়ীতে ছিলেন। সেই সময় নিজের ঘরেই রাতে সে গলায় ওড়নার ফাঁসে আত্মঘাতি হয়। এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা যশ পরিবারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments