সংবাদদাত, বাঁকুড়াঃ- করোনা আতঙ্কে অনির্দিষ্ট কালের জন্য মঙ্গলারতির সময় নাট মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করলেন জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ। সন্ধ্যারতির পর পাঠ বন্ধ রাখার পাশাপাশি মাতৃমন্দিরে দলবদ্ধভাবে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। মাতৃমন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এখানে আসা দর্শনার্থীরাও। একাংশের পর্যটক বলছেন স্বামী বিবেকানন্দ দেশে মহামারির সময় নিজে দাঁড়িয়ে তার মোকাবিলা করেছিলেন। কিন্তু রামকৃষ্ণ মঠ বর্তমানে সেবিষয়ে উদ্যোগী নয়। স্থানীয় ব্যবসায়ীরাও অখুশি। পর্যটক না আসার কারণে ব্যবসায় মন্দা চলছে বলে তারা জানান।জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী যুগেশ্বরানন্দ এবিষয়ে বলেন, করোনা সতর্কতা হিসেদাতাশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। ভক্ত সাধারণকে ভীড় না করার আবেদন জানিয়েছেন।