eaibanglai
Homeএই বাংলায়জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, হাত উড়ল গ্রামবাসীর

জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, হাত উড়ল গ্রামবাসীর

সংবাদদাতা,আসানসোলঃ- জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে হাত উড়ে গেল এক সাধারণ গ্রামবাসীর। যার জেরে রীতিমতো আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা। অভিযোগ রবিবার তৃণমূলের দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে দলেরই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে জামুড়িয়ার দু’নম্বর ব্লকের ফরফরি গ্রামে। চলে বোমাবাজি। দুই পক্ষের বেশ কয়েকজন আহতও হয়। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হয়। এরই মধ্যে সোমবার বিকালে মাঠে গরু আনতে গিয়ে বোমার আঘাতে দুটো হাত উড়ে যায় ফরফরি গ্রামের বাসিন্দা ঝন্টু মণ্ডলের। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গ্রামের বিভিন্ন এলাকায় বোমা লুকিয়া রাখা হয়েছে। যার মাশুল গুনতে হল গ্রামের সাধারণ এক ব্যক্তিকে। ঘটনার জেরে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। তাদের আশঙ্কা গ্রাম সংলগ্ন মাঠে ঘাটে বোমা রাখা আছে। যেগুলি ফেটে যে কোনও সময় ফের দুর্ঘটনা ঘটে যেতে পারে। গ্রামবাসীদের অভিযোগ বোমা উদ্ধারের ক্ষেত্রে কোনও তৎপরতা দেখাচ্ছে না পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments