eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে গামছা পরে কৃষক বেশে মাঠে হাল দিলেন মন্ত্রী

দুর্গাপুরে গামছা পরে কৃষক বেশে মাঠে হাল দিলেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রায় ১২ বছর পর দুর্গাপুর থেকে মন্ত্রী হয়েছেন কোনও বিধায়ক। যার জেরে স্বভাবতই খুশি এলাকার মানুষ। এবার সেই মন্ত্রীকেই দেখা গেল নিজের বিধানসভা এলাকায় গামছা পরে, কৃষকের বেশে স্থায়ীয় কৃষকদের সঙ্গে মাঠে হাল দিতে। এদিন এমনই অভিনব চিত্র ধরা পড়ল দুর্গাপুর শিল্পাঞ্চলের সন্নিকটে কাঁকসা ব্লকের রূপগঞ্জ গ্রামে। কৃষকদের মতো রীতিমতো গামছা বেঁধে ধানের ক্ষেতে নেমে হাল দিতে দেখা যায় সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পূর্ণ দায়িত্ব পাওয়া দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারকে। তিনি সাধারণ কৃষক পরিবারের ছেলে এবং মাটির মানুষ। তাই মন্ত্রী হলেও তিনি যে তার এলাকার শহর রাজ্যের সাধারণ মানুষের সাথেই আছেন এদিন জমিতে হাল দিয়ে সেই বার্তাই দিলেন রাজ্যের নব দায়িত্ব পাওয়া মন্ত্রী।

প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজ্য মন্ত্রিসভা রদবদলের সময় মুখ্যমন্ত্রী প্রদীপ মজুমদারকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন। তিন মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টাও ছিলেন। এর আগেও তাকে মন্ত্রী করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেবার বিধানসভা নির্বাচনে প্রদীপবাবু জয়ী না হওয়ায় মুখ্যমন্ত্রীর সে স্বপ্ন পূরণ হয়নি। এবার মন্ত্রী হয়ে একেবারে মাঠে নেমে হাল দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র হিসেবে পরিচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments