eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন

সংবাদদাতা, বাঁকুড়া, আসানসোলঃ- আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করে সেলাম জানানো হচ্ছে ভারত মাতাকে। স্বাধীনতা দিবসের প্রভাতে সারা দেশের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা তুলে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস।

এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপারের অফিসে, পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা ও অন্যান্য পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা। গান স্যালুটের মাধ্যমে পালিত হয় স্বাধীনতা দিবস।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলা শাসকের দপ্তরে ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ। পতাকা উত্তোলন করে তিনি জেলাবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা দেন। এরপর তিনি মহাকুমা শাসক দপ্তরের নেতাজি মূর্তিতে মাল্য দান করেন এবং নির্বাচনী কার্যের ট্যাবলো উদ্বোধন করেন।

এছাড়া স্বাধীনতা দিবসের সকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রেস ক্লাবের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন । পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও মিষ্টিমুখের মধ্য দিয়ে স্বাধীনতার অনুষ্ঠান পালিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments