eaibanglai
Homeএই বাংলায়মন আপনার বশ কিনা জানতে করুন এই বিশেষ পরীক্ষা

মন আপনার বশ কিনা জানতে করুন এই বিশেষ পরীক্ষা

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- ভগবান লাভ বা আরাধনা করবার একটি বিশেষ স্তর হলো‌ মনের শক্তি। মনকে নিজের বশ করতে হয়। কিন্তু মন আপনার বশ না আপনি মনের বশ তা কী করে বুঝবেন? এর জন্য নিজেই নিজেকে পরীক্ষা করতে হয় দেখতে হয় আপনার মন আপনার কথা শুনছে কিনা। এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন, “মন এক চমৎকার ভৃত্য, কিন্তু খারাপ প্রভু (a good servant, but a very bad master). আপনি যদি একে চালনা করেন, তবে অসাধারণ কাজ করাতে পারেন একে দিয়ে। কিন্তু মনকে আপনার মালিক করে তুললে ফল হবে বিপরীত। আপনি অসহায় হয়ে পড়বেন।”

তাহলে মনের উপর আপনি কতটা প্রভুত্ব স্থাপন করতে পেরেছেন তা বুঝবেন কীভাবে? মহারাজ এই প্রসঙ্গে বলেছেন, মাঝে মাঝে সাময়িকভাবে পরীক্ষা করে দেখুন আপনি মনকে কতটা নিজের অধীনে আনতে পেরেছেন। কীভাবে করবেন? রোজকার রুটিনে কোন একটি কাজ না করে। কিংবা যা করতে আপনার ভালো লাগে, নিজেকে সাময়িকভাবে তা থেকে সরিয়ে নিন। অর্থাৎ, আপনার মন যা করতে চায় বা চাইছে, তা না করে আপনি দেখতে পারেন মনকে কতটা নিজের অধীনে আনতে পেরেছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments