eaibanglai
Homeএই বাংলায়ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো স্বাধীনতা দিবস

ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো স্বাধীনতা দিবস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে সাড়ম্বরে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। সমগ্র স্কুল প্রাঙ্গণটি সুসজ্জিত হয়ে উঠেছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায়। শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমাগমে স্কুল প্রাঙ্গনটি হয়ে উঠেছিল মুখর।

স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার ডিএভি ইনস্টিটিউশনস্, (পশ্চিমবঙ্গ শাখা) জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তথাগত পান্ডে WBPS, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

স্কুলের অধ্যক্ষা তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন- স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে আমরা পেলেও প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যেদিন আমাদের মন সংস্কার মুক্ত হবে। তা নাহলে এ স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি আরো বলেন – শুধু স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলে শ্রদ্ধা নিবেদন নয়, বছরের বাকি দিনগুলোতেও এই শ্রদ্ধা যেন অক্ষুন্ন থাকে। এরপর স্কুলের এনসিসি, স্কাউট ও হাউজের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ, ড্রিল প্রদর্শন করে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দেশভক্তি মূলক গান, নৃত্য, স্কিট প্রদর্শন করে স্কুল প্রাঙ্গণে দেশপ্রেমের আমেজ গড়ে তুলে সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।

সম্মানীয় অতিথি শ্রী তথাগত পান্ডে মহাশয় এরপর তিনজন শিক্ষার্থীকে বিজ্ঞান -প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য স্মারক ও শংসাপত্র প্রদান করেন। স্কুলের ছাত্র সৌনক মন্ডল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ২০২২ ক্যারাটে ও নানা বিভাগে তার নাম নথিভুক্ত করার গৌরব অর্জন করেছে ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্কুলের শিক্ষিকা শ্রীমতি গিতালী মুখার্জী অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments