eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতা দিবসে দুর্গাপুরের চেতনা ক্লাবের সংহতি দৌড়

স্বাধীনতা দিবসে দুর্গাপুরের চেতনা ক্লাবের সংহতি দৌড়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করল দুর্গাপুর স্টীল টাউনশিপের বি জোনের অতি জনপ্রিয় ও পরিচিত চেতনা ক্লাব সংহতি দৌড়ের মাধ্যমে। ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী স্বরূপ মুখার্জী , ৭ নম্বর এর শ্রী রাজিব ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সমাজসেবীরা । এছাড়াও স্থানীয় মানুষজন, ক্লাব সদস্যরাও এই অনুষ্ঠানে উৎসাহের সাথে সামিল হন। দৌড়ে প্রায় ১০০ জন অংশগ্রহণ করে এবং ” বন্দে মাতরম ” ” জয় হিন্দ ” ডাকের মধ্য দিয়ে এই দৌড় ক্লাবের গেট থেকে শুরু হয়ে কৃত্তিবাস রোড ধরে চন্ডিদাস মার্কেট হয়ে তানসেন রোডের পথ ধরে চেতনা ক্লাবের গেটে সম্পন্ন হয়। উপস্থিত বিশিষ্ট বর্গের ও স্থানীয় মানুষজনের বাহবা কোরায় চেতনা ক্লাবের ওই প্রচেষ্টা ।মেঘমুক্ত আকাশে উজ্জ্বল সূর্যালোক সঙ্গ দেয় এই সম্পূর্ন অনুষ্ঠানটিকে। মহিলাদের ও বাচ্চাদের উৎসাহী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানোর ও দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ টিফিন প্যাকেটের সুব্যবস্থা করেন ক্লাব কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments