সংবাদদাতা, আসানসোলঃ- গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল মামলায় নয়া মোড়। এবার খোদ আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে অনুব্রত মণ্ডলের জামিনের দাবি জানিয়ে পৌঁছল হুমকি চিঠি। যেখানে বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগস্ট ওই হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। জানা গেছে চিঠিটির প্রেরক হিসেবে লেখা রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম। চিঠি পাওয়ার কথা সোমবারই জেলা জজকে জানান সিবিআই বিচারক। পরে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও জানান তিনি। বিচারক চক্রবর্তী জানিয়েছেন ওই হুমকি চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘এনডিপিএস কেস’ অর্থাৎ মাদক মামলায় ফাঁসানো হবে। উল্লেখ্য, বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলাসভাপতি।