eaibanglai
Homeএই বাংলায়দুর্নীতি ঢাকতে শ্রমিকদের কাছ থেকে জবকার্ড নিয়ে নিল পঞ্চায়েত

দুর্নীতি ঢাকতে শ্রমিকদের কাছ থেকে জবকার্ড নিয়ে নিল পঞ্চায়েত

সংবাদদাতা,বাঁকুড়া:- পঞ্চায়েত দুর্নীতি মামলার তদন্তে গতকাল সন্ধ্যায় বাঁকুড়ায় পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। মঙ্গলবার থেকে বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে তদন্ত করবেন তারা। এদিকে কেন্দ্রীয় এই তদন্তের আগে নিজেদের দুর্নীতি ঢাকতে শ্রমিকদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে জবকার্ড নিয়ে নেওয়ার অভিযোগ উঠল মেজিয়ার বানজোড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ১০০ দিনের কাজের সুপারভাইজার পঞ্চায়েতের নির্দেশে শ্রমিকদের কাছ থেকে জব কার্ড নিয়ে নেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। সুপারভাইজারের দাবি নির্মাণ সহায়কের নির্দেশেই তিনি ওই কাজ করেছেন। এদিকে ঘটনার প্রতিবাদে ও নিজেদের জবকার্ড ফেরৎ চেয়ে এদিন সুপারভাইজারের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান ১০০ দিনের কাজের শ্রমিকরা, পাশাপাশি তাদের জবকার্ডও ফেরৎ চান। যদিও সুপারভাইজার জব কার্ড দিতে অস্বীকার করেন এবং জানান পঞ্চায়েত নির্দেশ দিলেই তিনি তা দিয়ে দেবেন।

বিক্ষোভরত শ্রমিকদের দাবি চলতি বছরের জানুয়ারি মাসে শেষ কাজ হয় ১০০ দিনের। তার পর থেকে ৮ মাস কেটে গেছে। এরমধ্যে পঞ্চায়েতর জবকার্ডের কোনও প্রয়োজন হয়নি। কিন্তু যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পৌঁছেছে অমনি পঞ্চায়েতের জবকার্ডের প্রয়োজন হয়েছে। শ্রমিকদের দাবি পঞ্চায়েত নিজেদের দুর্নীতি ঢাকতে ও জব কার্ডে কারচুপি করতেই তাদের কাছ থেকে জবকার্ড নিয়ে নিয়েছে। এখন দেখার কেন্দ্রী প্রতিনিধি দলের তদন্তে এই দুর্নীতির বিষয়টি উঠে আসে কিনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments