সংবাদদাতা,বাঁকুড়া:- জীবিতকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে খাতড়ার তৃণমূল নেতা বিজয় মান্নাকে সম্প্রতি গ্রেফতার করেছিল তালডাংরা থানার পুলিশ। প্রথমে তদন্তের স্বার্থে তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে ওই তৃনমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় খাতড়া মহকুমা আদালত। সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ ফের তাকে আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করে আদালত।
প্রসঙ্গত তালডাংরা থানার এলাকার তালডাংরা পঞ্চায়েতের বারোমেস্যা গ্রামে প্রাক্তন সরকারী কর্মচারী বিশ্বনাথ মান্নাকে মৃত দেখিয়ে রাজনৈতিক ক্ষমতাবলে তার কিছু জমি নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা বিজয় মান্নার উপর। এবং সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা বিজয় মান্নাকে তালডাংরা বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও জেল হেফাজতের পর মঙ্গলবার অবশেষে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন মঞ্জুর করল খাতড়া মহকুমা আদালত।