eaibanglai
Homeএই বাংলায়বৃষ্টি নেই, তবুও জলমগ্ন দুর্গাপুরের একাংশ

বৃষ্টি নেই, তবুও জলমগ্ন দুর্গাপুরের একাংশ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুরের আকাশ ছিল মেঘহীন রোদ ঝলমলে। মঙ্গলবার দিনভর মেঘ সূর্যের লুকোচুরি চললেও গত দুদিন ধরে বৃষ্টির দেখা নেই শহরে। তবুও জলমগ্ন দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকা। ঘরে জল ঢুকে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

প্রসঙ্গত গত রবিবার ভোরে মুষলধারে বৃষ্টি হয় শহরের বিভিন্ন এলাকায়। অন্যান্য এলাকা থেকে জল নেমে গেলেও জল জমে যায় শ্রীনগর পল্লী এলাকায়। রবিবারের বৃষ্টিতে এলাকার কোথাও এক হাঁটু, আবার কোথাও এক কোমর পর্যন্ত জল জমে যায়। তার পর তিনদিন কেটে গেলেও জল নামেনি এলাকা থেকে। এলাকার একাধিক বাড়িতে মঙ্গলবারও জল জমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার নিকাশিগুলি নালা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের কোনও উদ্যোগ নেই। তাই অল্প বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায় । পুরসভা থেকে সমস্যা মেটাতে স্থায়ী ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলেও কার্যক্ষেত্রে কিছুই হয়নি। যদিও এই অভিযোগ মানতে রাজি হননি ২ নম্বর বরো চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর রমাপ্রসাদ হালদার। তিনি বলেন এলাকার জল জমার সমস্যার সমাধানের জন্য কেএমডিএ-র সহযোগিতায় পুরসভা প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করে বেনাচিতির গুরু তেগবাহাদুর স্কুল থেকে তামলা নালা পর্যন্ত বিশাল ‘হাইড্রেন’ নির্মাণের কাজ করেছে। পাশাপাশি তিনি দাবি করেন স্থানীয়দের একাংশ নিকাশি নালায় দৈনন্দিন বর্জ্য ও প্লাস্টিক ফেলেন। যার জেরে নিকাশি নালাগুলি বুজে গিয়ে জল আটকে যাচ্ছে। তবে পুরসভার তরফ থেকে এলাকাবাসীকে জমা জল থেকে রেহাই দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments