নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রবিবার রাজ্যের সব মহকুমায় বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার শিশু কিশোর অ্যাকাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ। সেই মতো এদিন দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরও দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিল। মোট দু’টি বিভাগে ভাগ করে প্রতিযোগিতাগুলি হয়। ক বিভাগে পাঁচ থেকে দশ বছর বয়সীরা ও খ বিভাগে এগারো থেকে ষোলো বছর বয়সীরা অংশ গ্রহণ করেছিল। দুর্গাপুর মহকুমার বাসিন্দা তথা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। দুটি বিভাগের ক্ষেত্রেই প্রতিযোগীতা শুরু হওয়ার ঠিক আগের মুহুর্তে আঁকার বিষয় জানানো হয়। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।সেইসঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হয়।