eaibanglai
Homeএই বাংলায়মাঝি বৌয়ের ছেলের মৃত্যু শুনে শ্রীমা কী করলেন?

মাঝি বৌয়ের ছেলের মৃত্যু শুনে শ্রীমা কী করলেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- তিনি মা সকলের মা। জগৎ জননী মা সারদা হলেন বিশ্ব জননী। একবার এক ভক্ত তাকে নিজের মা হিসেবে স্বীকার করতে অস্বীকার করায় তিনি সেই ভক্তকে দেখিয়েছিলেন নিজের মধ্যে সেই ভক্তের গর্ভধারিণীর‌ রূপ। এই রকম মায়ের বহু কাহিনী আছে যেগুলি শুনলে বোঝা যায় যে, তিনি আমাদের সকলের মা। তিনি সতের‌ও মা অসতের মা। উচ্চ কুল থেকে নীচ কুল, ধনী দরিদ্র থেকে শুরু করে বারবণিতা সকলের জন্য তার হৃদয় আছে স্নেহ, মায়া, মমতা। তিনি যে সকলের মা আর মায়ের কাছে যে সন্তানের কোন ভেদাভেদ হয় না। এই প্রসঙ্গে আজকে একটি ঘটনার কথা বলবো,

গাঁয়ের বৃদ্ধা এক মাঝি-বৌ দীর্ঘদিন পরে মায়ের কাছে এসেছেন। মা জিজ্ঞাসা করলেন, “মাঝি বউ, কই, অনেকদিন তুমি আর আসনি কেন?”

মাঝি-বৌ জানালেন, তাঁর রোজগেরে ছেলেটি মারা গেছে। শুনে মা ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। যাঁর গলার স্বর কখনও শোনা যায় না, তাঁকে উচ্চৈঃস্বরে কাঁদতে দেখে সেবক সাধুটি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন, দুই মা-ই সন্তান শোকে কাঁদছেন, কার সন্তান বোঝা যাচ্ছে না।

পরে একটু শান্ত হয়ে মা দরিদ্র মাঝি-বউকে এক মাথা তেল ও মুড়িগুড় দিলেন। যাবার সময় বললেন, “আবার এসো মাঝি-বউ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments