সংবাদদাতা,আসানসোলঃ- কয়লা পাচার কাণ্ড নিয়ে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই-এর তৎপরতায় তোলপার রাজ্য তখন আসানসোলের জামুড়িয়া থেকে পাচারের সময় উদ্ধার হল কয়লা। জানা গেছে দুটি দুধের গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা চলছিল। পুলিশি নাকা চেকিংয়ের ওই কয়লা উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ। অবৈধ কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এক জনকে।
জানা গেছে বেশ কিছু দিন ধরেই এলাকায় কয়লা পাচারের খবর আসছিল পুলিশের কাছে। সূত্র মারফত খবর পেয়ে নাকা চেকিং শুরু করে জামুড়িয়া থানার পুলিশ। জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়া রাস্তায় বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা তল্লাশির সময় দুটি দুধের কন্টেনার আটকায় পুলিশ। ওই গাড়ির কাগজপত্র পরীক্ষা করার সময় ভিতরে কী আছে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায়, দুধের কন্টেনারের ভিতরে বস্তা বস্তা কয়লা বোঝাই রয়েছে।
প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ইসিএল-এর ম্যানেজার, আধিকারিক সহ কয়লা মাফিয়ারা। তার পরেও যে কয়লা পাচার বন্ধ হয়নি সোমবারের ঘটনায় তা প্রমাণ হল। শুধু বদলেছে পাচারের পদ্ধতি। এর আগে পুরুলিয়ায় দুধের গাড়িতে গরুপাচারের অভিযোগ উঠেছিল। তিন জন গ্রেফতারও হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিতে গরু এবং কয়লা পাচারকারীরা এখন নতুন মাধ্যম হিসাবে দুধের গাড়িকে হাতিয়ার করছে বলে মনে করা হচ্ছে।
