নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপুরের এজোনে স্থিত ডিএভি মডেল স্কুলে আয়োজিত হতে চলেছে ৩০ তম ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস ২০২২। কেন্দ্রীয় সরকারের সাইন্স অ্যান্ড টেকনলজি বিভাগের উদ্যোগে এবং রাজ্য সরকারের সাইন্স অ্যান্ড টেকনলজি বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। যেখানে রাজ্য স্তরের পোস্টার অ্যান্ড মডেল প্রদর্শনী এবং বেঙ্গল সাইন্স লেকচার- এর আয়োজন করা হয়েছে। বেঙ্গল সাইন্স লেকচারে বক্তব্য রাখবেন সিএমআই-এর সিনিয়র সাইন্টিস্ট
ডঃ অমিত গাঙ্গুলী এবং এনএআইটি দুর্গাপুরের ফিজিক্স বিভাগের অধ্যাপক পথিক কুম্ভকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী ।
ডিএভি মডেল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়াতেই ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসের মতো কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত পড়াশুনার পাশাপাশি সারা বছর ধরেই নানান শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে থাকে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে কর্তৃপক্ষ।