eaibanglai
Homeএই বাংলায়নৃসিংহদেবের নয় নাম জপে নবগ্রহদোষ থেকে মুক্তি পান!

নৃসিংহদেবের নয় নাম জপে নবগ্রহদোষ থেকে মুক্তি পান!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- প্রতিটি মানুষের‌ই কিছু না কিছু গ্রহজনিত সমস্যা থাকে। কারো মঙ্গল গ্রহের সমস্যা তো কারোর শনি গ্রহের সমস্যা। এখন গ্রহের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি রত্ন ধারণ করেন, জ্যোতিষের কাছে যান, কিন্তু বিশ্বাস করুন আপনার ভাগ্য একমাত্র আপনিই বদল করতে পারেন। তাই ভগবানের নাম বিশ্বাসের সাথে জপ করে গ্রহদশা থেকে মুক্তি পান। আজ আমি বলবো নৃসিংহ দেবের নয়টি নামের কথা যা স্মরণ করলে নবগ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। কথায় আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ,তর্কে বহুদূর। যে অন্তরে বিশ্বাস নিয়ে যাগযঞ্জ করেন সেই অন্তরে বিশ্বাস নিয়ে রোজ সকালে ও সন্ধ্যায় ভগবানের এই নাম জপ করুন। বিশ্বাস ও ভক্তির সমন্বয় হলে অবশ্যই দোষ কাটবে।

১। জ্বালা নৃসিংহদেব : এই নাম জপের ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়।

‌২। পাবন নৃসিংহদেব: এই নাম জপে বুধ গ্রহের দোষ নষ্ট হয়।

৩। অহােবিলা নৃসিংহদেব: নৃসিংহ দেবের এই নাম জপ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়।

৪। মালােলা নৃসিংহদেব: এই পবিত্র নাম জপে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়।

৫‌। যােগানন্দ নৃসিংহদেব: নৃসিংহ দেবের এই নাম জপে শনি গ্রহের দোষ নষ্ট হয়।

৬। ভাগব নৃসিংহদেব: রবি গ্রহের দোষ নষ্ট হয় এই নাম জপ করলে ।

৭। করঞ্জ নৃসিংহদেব: চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয় এই নাম জপের ফলে

৮। ছত্রবটা নৃসিংহদেব:কেতু গ্রহের দোষ নষ্ট হয় এই নাম জপের ফলে

৯‌। বরাহ নৃসিংহদেব: রাহু গ্রহের দোষ নষ্ট হয় এই নাম জপে

জয় নৃসিংহদেব!রাধে রাধে।হরে কৃষ্ণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments