নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীবৃন্দরা একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়। বাস ডিপো আইএনটিটিইউসি’র পরিচালিত ওই সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু হয়। এদিন প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভ অংশ নেন। তাদের দাবি, ১০১২-১৩ সালের সমূহ অস্থায়ী কর্মচারীবৃন্দকে স্থায়ী করতে হবে। সম কাজে সম বেতন প্রদান করতে হবে। প্রতেক অস্থায়ী কর্মচারীকে ২৬ দিনের হাজিরা দিতে হবে। সমবেতন ছুটি মঞ্জুর করতে হবে। ছাঁটাই কর্মীদের পুনঃনিয়োগ করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি চালু করতে হবে। এস বি এস টি সির নির্ধারিত সমূহ পরিষেবা চালু করতে হবে।
তাদের দাবিদাওয়া গুলি দ্রুত মানা না হলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলানোর হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভরত কর্মীরা। অন্যদিকে, দুর্গাপুরের এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের প্রায় ১০০ টি বাস চলাচল করে, যা এদিনের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায়।