সংবাদদাতা,বাঁকুড়াঃ- চাষের জমিতে কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। মৃত কৃষকের নাম তপন পাল। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার রানাহাট গ্রামের।
জানা গেছে ধানের জমিতে ওষুধ দিচ্ছিলেন কৃষক তপন পাল। সেই সময় মাঠে পড়ে থাকে ছেড়া তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে ঘটনার পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ এর আগেও বিদ্যুতের তার ছিড়ে দুটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। বিদ্যুৎ দফতরকে লিখিতভাবে এলাকায় বিদ্যুৎ খুঁটির সাথে তারগুলি মেরামত করার কথা জানালেও তাতে কোনও ফল হয়নি। স্থানীয়রা জানান গ্রামের মাঠ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ খুঁটিতে কাঠের এঙ্গেল গুলি অনেক পুরানো। যার জেরে তার ছিড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। সেগুলি পরিবর্তনের দাবি তোলা হলেও বিদ্যুৎ দফতর তাতে কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। বিদ্যুৎ দফতরের উদাসীনতার জেরেই এদিনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গেল বলে দাবি গ্রামবাসীদের।