eaibanglai
Homeএই বাংলায়মার্কনী দক্ষিণ পল্লীর 'মাটি' থিম নজর কাড়ছে শিল্পাঞ্চলবাসীর

মার্কনী দক্ষিণ পল্লীর ‘মাটি’ থিম নজর কাড়ছে শিল্পাঞ্চলবাসীর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজো গুলোর মধ্যো অন্যতম ইস্পাত নগরীর মার্কনী দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো। প্রতি বছরই এই পুজোর অভিনব থিম নজর কাড়ে দর্শনার্থীদের। শুধু দুর্গাপুর নয় অভিনব থিমের জেরে প্রতিবছরই জেলার মধ্যে সেরা পুজোর তালিকাতেও স্থান করে নেয় এই পুজো কমিটির পুজো। এবার ৬২ তম বর্ষে পদার্পণ করল এই পুরো কমিটির পুজো। এবার তাদের থিম ‘মাটি’। পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রায় ৫৫ জন শিল্পী তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রায় পঞ্চাশ হাজার মাটির সামগ্রী দিয়ে সাজিয়ে তুলেছেন মণ্ডপ। মণ্ডপ সজ্জায় মাটির হাড়ি, কলসি সহ নানান মাটির সামগ্রী ব্যবহার করা হয়েছে। আর মাটি দিয়ে সেজে ওঠা অভিনব মণ্ডপ নজর কাড়ছে শিল্পাঞ্চলবাসীর। চতুর্থীর রাত থেকেই দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে এই মণ্ডপে।

উদ্যোক্তারা জানান, মাটিই জীবন। পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব মাটি। মাটি দিয়েই সব সৃষ্টি হয় আবার মাটিতেই সব শেষ হয়ে যায়। মাটি ছাড়া সৃষ্টি চক্র অসম্পূর্ণ। মায়েরও আহ্বানও মাটির ঘট পুজো করে করা হয় আবার পুজো শেষে ওই মাটির ঘট বিসর্জনের মধ্যে দিয়েই দেবীকে বিদায় জানানো হয়। তাই সৃষ্টির তত্ত্বের অন্যতম তত্ত্ব মাটিকেই তারা এবারের থিম হিসাবে বেছে নিয়েছেন বলে জানান উদ্যোক্তারা।

বার্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের মাকর্নী দক্ষিণ পল্লীর পুজোর উদ্বোধন হয় । শহরের বিশিষ্টজনেদের উপস্থিতিতে পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments