সংবাদদাতা,কাঁকসাঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিলপাড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল। পরিবারের দাবি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ইশা বিশ্বাস নামে বছর দশেকের ওই নাবালিকার। যদিও পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডক্টর বিপ্লব মণ্ডল জানিয়েছেন সরকারি তথ্য অনুযায়ী ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ নেই। তবে ওই নাবালিকা অজানা জ্বরে আক্রান্ত ছিল।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে পুজোর আগে তারা বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে জ্বরে আক্রান্ত হয় ইশা। দুর্গাপুজোর সময় বাড়িতে ফিরে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ এলাকায় দিন দিন মশার উপদ্রব বাড়লেও এখনও পর্যন্ত মশা নিধনের কোনও ব্যবস্থাই করেনি পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসন। অবিলম্বে এলাকায় মশা নিধন অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।