সংবাদদাতা,দুর্গাপুরঃ- দীর্ঘদিন যান্ত্রিক গোলোযোগ দেখা দিচ্ছিল বিষ্ণুপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নতুন মহল এলাকার শবদাহ করার বৈদ্যুতিক চুল্লিটির। তার উপর সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে চুল্লির চিমনি। ফলে বন্ধ মৃতদেহ সৎকারের কাজ। যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিষ্ণুপুর পৌরসভার বাসিন্দাদের।
এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূল সরকারের নেতাদের সব জায়গা থেকে রোজগারের দরকার। এখান থেকে তো কোন কাটমানি পাওয়া যায় না। সেই কারণেই ইলেকট্রিক চুল্লিটি ভেঙ্গে পড়ে আছে। পরিষেবার জায়গা থেকে তো রেভিনিউ পাওয়া যায় না। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
যদিও তৃণমূল শাসিত বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান গৌতম গোস্বামীর দাবি ইতিমধ্যেই যে এজেন্সির মাধ্যমে ওই চুল্লি তৈরি করা হয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই চুল্লিটি সারাইয়ের কাজ শুরু হবে।