eaibanglai
Homeএই বাংলায়জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে দুর্গাপুরে আসছেন শুভেন্দু অধিকারী

জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে দুর্গাপুরে আসছেন শুভেন্দু অধিকারী

অমল মাজি, দুর্গাপুরঃ- দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন সঞ্জীব সরণিতে “স্বপ্ন উড়ান” স্বেচ্ছাসেবী সংস্থার জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে ৩১ অক্টোবর আসছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ আরও ১০ জন বিধায়ক। শুভেন্দুবাবুর আগমনে দুর্গাপুরে তার অনুগামীদের মধ্যে উৎসাহ আশাতীত। সংস্থার কর্ণধার পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি জানান, ওইদিন উপস্থিত থাকবেন ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং ইস্কনের প্রভুবৃন্দ ।

তিনি জানান, ওইদিন বারোশো দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করা হবে এবং কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা জানানো হবে। এছাড়া ২ এবং ৩ নভেম্বর পুজো মণ্ডপে প্রেরণা স্কুল অফ ড্যান্স- পিয়ালী সিনহা এবং কোহিনুর ড্যান্স একাডেমি- কোহিনুর সেন বরাট নৃত্য পরিচালনা করবেন। এছাড়া ৪ তারিখ ইন্ডিয়ান রকস্টার সুরোজ চ্যাটার্জি বিশ্বাস এবং ৫ তারিখ কৃষ্ণা মিউজিক্যাল ট্রুপ এন্ড ড্যান্স গ্রূপ প্রোগ্রাম করবেন। এছাড়া ২ তারিখ উপস্থিত থাকবেন এমপি লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

এদিকে যে শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য নিয়ে দীর্ঘ এক বছর রাজ্য রাজনীতি মহল তোলপাড়, সেই শুভেন্দুবাবুর বক্তব্য শোনার জন্য দুর্গাপুরে তার অনুগামীরা এখন উদগ্রীব। এই পুজোর প্রধান উদ্যোক্তা চন্দ্রশেখর ব্যানার্জি একজন শুভেন্দু অধিকারীর একনিষ্ট অনুগামী নেতা। তিনি বলেন, শুভেন্দুবাবু জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করে, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উত্তরণ ঘটাবেন।

এদিকে দেখার, দুর্গাপুরে তার অনুগামীদের উজ্জীবিত করার মতো কোনও ঝাঁজালো বক্তব্য শুভেন্দুবাবু রাখেন কিনা। উঠে আসবে কি আগামীদিনের তার পরিকল্পনা? দলীয় কর্মীদের উজ্জীবিত করার মতো কোনও ম্যাসেজ শুভেন্দুবাবু দিয়ে যাবেন কি সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments