নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ- গত কয়েক বছরের অভাবনীয় সাফল্যের পর এবার ফের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (খড়গপুর), তাদের বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেস্ট’ নিয়ে হাজির। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে ‘হিচহাইক-দ্য় নেশনওয়াইড প্রিলিমস’ শীর্ষক প্রাথমিক বাছাই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়েছে। দেশ জুড়ে ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা এই অনুষ্ঠান পর্বে দেশের ৮৫০টি প্রধান কলেজ থেকে উৎসাহী পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠান পর্ব অনলাইনের মাধ্যমে ২ লক্ষেরও বেশি ভিইয়ার্সের কাছে পৌঁছে যায়। প্রসঙ্গত পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কলেজ ফেস্টগুলির মধ্যে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (খড়গপুর) আয়োজিত এই ‘স্প্রিং ফেস্ট’।
দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, নাগপুর, ভোপাল, লখনউ, জয়পুর ও চণ্ডীগড়- দেশের এই এগারোটি শহরে নাচ, নাটক, সঙ্গীত, ফ্যাশন এবং সাহিত্য ইত্যাদি ইভেন্টের প্রিলিমস- ‘হিচহাইক’ অনুষ্ঠিত হয়েছে। এই প্রিলিমস অনুষ্ঠান এবার কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, গুয়াহাটি, রায়পুর- এই ছয়টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও ‘স্প্রিং ফেস্ট’ দেশেরে ছয়টি বড় শহর- মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, জয়পুর, কলকাতা, গুয়াহাটিতে রক ব্যান্ড প্রতিযোগিতারও আয়োজন করবে, যার পুস্কার মূল্য দেড় লক্ষ টাকা। প্রসঙ্গত, ‘স্প্রিং ফেস্ট’ ১২টি ঘরানার ১৩০টিরও বেশি ইভেন্টের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদান করে- যেখানে দেশের তরুণ প্রজন্ম তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে পায়। আর এই সমস্ত ইভেন্ট মিলিয়ে যার নগদ পুরস্কার অর্থের পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকা।
এছাড়া প্রতিবছর ‘স্প্রিং ফেস্টে’র অন্যতম আকর্ষণ থাকে ‘স্টার-নাইট’কে ঘিরে। যেখানে দেশ বিদেশের তাবর তাবর তারকারা অংশ গ্রহন করে। কে নেই সেই তালিকায়! শান, বিশাল শেখর, ফারহান আখতার, অমিত ত্রিবেদী, শঙ্কর-এহসান-লয়, সেলিম-সুলেমান, কে কে, প্রতীক কুহাদ, দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট, অগ্নি, ইন্ডিয়ান ওসেন, স্বরথমা, পরিক্রমা, ইউফোরিয়া, পেন্টাগ্রাম, দ্য লোকাল ট্রেনের মতো শিল্পী ও ব্যান্ডরা। ‘স্টার-নাইটে’ যাঁদের অনুষ্ঠান আজও স্মরণীয় হয়ে রয়েছে। শুধু দেশের তারাকারাই নন, ডেড বাই এপ্রিল, মনুমেন্টস, টেসের্যাক্টের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নও ব্যান্ডও স্প্রিং ফেস্টের ‘স্টার-নাইট’দের দর্শকদের মাতিয়েছে।
আরও বিশদে জানতে ও নাম নথিভুক্ত করতে স্প্রিং ফেস্ট, আইআইটি খড়গপুর ফেসবুক পেজ দেখুন বা ওয়েবসাইট ( www.springfest.in) এ লগ ইন করুন।