eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড

দুর্গাপুরে রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ইস্পাত কলোনি সংলগ্ন শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে চলে দফায় দফায় বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশকে। অবশেষে নামানো হয় কমব্যাট ফোর্স।

জানা গেছে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য গত রবিবার ৩০ অক্টোবর অন্ডালের শীতলপুরের বাসিন্দা বছর ৩৫-এর লক্ষী বাউরীকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের সদস্যদের দাবি অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা সঙ্কট জনক বলে জানানো হয়। তার হার্ট, কিডনিতে সমস্যা ও রক্তে ইনফেকশন রয়েছে বলেও জানান চিকিৎসকরা। এমনকি মঙ্গলবার একটি ইঞ্জেনকশন দেওয়ার পর রোগীর আর জ্ঞান ফেরেনি বলেও দাবি মৃতার পরিবারের। অবশেষে বৃহস্পতিবার ভোরে তাদের জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। তাদের দাবি ভুল চিকিৎসা ও ইঞ্জেকশন দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে রোগীর। প্রতিবাদে হাসপাতালে ঢোকার মূল প্রবেশদ্বার বন্ধ করে এদিন সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন তারা। অভিযুক্ত চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তোলেন মৃতার পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments