সংবাদদাতা,কাঁকসাঃ- পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পাশাপাশি ওই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরের গোষ্ঠী কোন্দলের বিষয়টিও প্রকাশ্যে এসেছে।
জানা গেছে কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন মণ্ডল বর্তমানে জেলে আছেন। তার বেশ কয়েকজন অনুগামীও এলাকায় ছেড়ে পালাতক। এই পরিস্থিতিতে গোপালপুর গ্রামের উত্তর পাড়ার তৃণমূলের দলীয় কার্যালয়টি বন্ধ রয়েছে। অভিযোগ সেই সুযোগে গতকাল রাতে ওই দলীয় কার্যালয়ের দখল নেয় দলের অপর গোষ্ঠীর কর্মীরা। রীতিমতো নারকেল ফাটিয়ে দলীয় কার্যালয়ে খোলা হয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দলীয় কার্যালয়টি বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি এলাকায় যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় তার জন্য ওই কার্যালায় না খোলা নির্দেশ দিয়েছে পুলিশ। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কাঁকসা পুলিশের তরফে।