নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার ভ্রাম্যমাণ গ্রন্থাগার, মহিলা ও শিশু বান্ধব কক্ষ এবং অত্যাধুনিক সভাকক্ষের উদ্বোধন হল লাউদোহা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে ভ্রাম্যমাণ গ্রন্থাগারের জন্য প্রায় ৩,০০,০০০ টাকা, মহিলা ও শিশু বান্ধব কক্ষের জন্য প্রায় ২,৫০,০০০টাকা ও অত্যাধুনিক সভাকক্ষের জন্য প্রায় ৩,৫০,০০০ টাকা খরচ হয়েছে।
এদিন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পশ্চিম বর্ধমান জেলার প্রায় ৬২ টি গ্রাম পঞ্চায়েতে এভাবেই পথ গ্রন্থাগার বা ভ্রাম্যমাণ গ্রন্থাগার তৈরি করা হয়েছে। যার ফলে সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন । মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষ্টি সংস্কৃতির দিকে নজর রেখেছেন। তাই সরকারের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি জানান, গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজেই মহিলারা আসেন। এতদিন প্রকাশ্যে শিশুদের দুগ্ধপান করাতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হত তাঁদের। তাই মহিলা ও শিশু বান্ধব কক্ষটির তৈরির পরিকল্পনা করে তা রূপায়িত করা হল। পাশাপাশি ভ্রাম্যমাণ গ্রন্থাগার প্রকল্পটি সাড়া ফেলবে বলে আশাবাদী বিধায়ক। এছাড়া অত্যাধুনিক সভাকক্ষটিতে বিভিন্ন প্রয়োজনীয় মিটিং, বৈঠক ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারবেন গ্রামের মানুষ।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার তমোজিত চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী হেমব্রম , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজুকি মুখার্জি , লাউদোহা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকি ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।