eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রোমোটারি রাজের বিরুদ্ধে বিক্ষোভ বাসিন্দাদের

দুর্গাপুরে প্রোমোটারি রাজের বিরুদ্ধে বিক্ষোভ বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলকে দ্রুত নগরায়নের পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই শিল্পাঞ্চলের একাধিক জায়গায় গড়ে উঠেছে বড় বড় বহু বহুতল আবাসন ও হাউসিং প্রজেক্ট। শুধু দুর্গাপুরেই নয় আশে পাশের জেলা থেকেও বহু মানুষ শিল্পাঞ্চল দুর্গাপুরকে তাদের বাসস্থান হিসেবে বেছে নেওয়ার উদ্দেশ্যে এখন ভিড় জমাচ্ছেন শিল্পাঞ্চলের ওইসব বহুতলআবাসন ও প্রকল্পগুলির দিকে। কিন্তু প্রদীপের তলায় রয়ে গিয়েছে অন্ধকার। অভিযোগ দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে সমস্ত হাউসিং প্রজেক্ট ও বহুতল আবাসন নির্মাণ হচ্ছে, তার মধ্যে একাধিক এমন অনেক প্রজেক্ট রয়েছে যেখানে আসল জমির মালিকের কাছ থেকে জমি না কিনে সরকারি খাস জমি বা অবৈধ দখলদারি করে বহু তল নির্মাণ চলছে। এই বিষয় নিয়ে মাসকয়েক আগে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় একটি সূচি জারি করেন। এমন সব প্রোমোটার ও ডেভলপার্সের নাম দিয়েছিলেন ওই সূচিতে যারা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে বৈধ অনুমোদন না নিয়েই প্রজেক্ট শুরু করে দিয়েছিলেন। এই সমস্ত অবৈধ প্রজেক্ট গুলিতে ইতিমধ্যে বহু মানুষ আবাসন কেনার জন্য টাকা দিয়ে রেখেছেন। কিন্তু ওইসব হাউসিং প্রজেক্টগুলি বৈধ কিনা তা তারা এখনো অবধি জানতে পারেননি। মাস কয়েক আগে যখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ৩৩টি দুর্গাপুর শিল্পাঞ্চল লাগোয়া প্রোজেক্টের সূচি জারি করেছিলেন, সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন অবিলম্বে ওইসব প্রোমোটার ও ডেভলপার্সদের বিরুদ্ধে অবিলম্বে এফ আই আর করা হবে। কিন্তু সূত্র মারফত জানা গেছে এখন অবধি তা হয়নি। তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে?

এদিকে আজ সকালে দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভ দেখান একাধিক দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক মৌজার মালিকগণরা। তাদের অভিযোগ একের পর এক কৃষি জমি ভুল তথ্য দিয়ে দখল করে নিচ্ছে প্রোমোটাররা। এমনকি প্রোমোটারি রাজের থাবা থেকে রেহাই মিলছে না খোদ গ্রামেরই শ্মশান। প্রশাসনিক উদাসীনতায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দুর্গাপুর নগর নিগম এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠের বাসিন্দাদের। বিক্ষোভরত মানুষেরা এদিন জানান গোপাল মাঠ সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলের কৃষি জমি ভুল তথ্য দিয়ে দখল করে নিচ্ছে এই প্রোমোটার গোষ্ঠীরা। বহুবার এ বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একাধিক আধিকারিক কে লিখিত রূপে অভিযোগ জানানোর পরও এখনও অবধি কোনরকম সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ বিক্ষোভরত মানুষজনদের। এদিন বিক্ষোভ দেখাতে আসা স্থানীয় বাসিন্দারা জানান অবিলম্বে সমস্যার সমাধান না হলে এরপরে আরো বড় আন্দোলনে নামবেন তারা বলে হুঁশিয়ারি দিলেন।

এদিকে এসব বিষয় নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত জানান, “উক্ত বিষয়টি তিনি ভালোভাবে এখনো জানেন না, তবে তিনি খবর পেয়েছেন আজ বিক্ষোভের কথা তিনি অবিলম্বে এ বিষয়ে আলাপ আলোচনা করে যা কিছু করণীয় আছে তা করবেন” বলে আশ্বাস দেন। সাথে সাথে তিনি এও বলেন, “দুর্গাপুরের উন্নতিতে যাতে কোনরকম বাধা না আসে তার জন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, শুধুমাত্র রাজনৈতিক কারণে কোন বিষয়কে অতিরিক্ত মাত্রা না দিয়ে সঠিক সমস্যার সমাধান করতে উদ্যোগী হতে হবে সবাইকে।” এদিন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দেহ প্রকাশ করেন যে সমস্ত প্রোমোটাররা বা ডেভলপার্সরা বড় বড় প্রজেক্টগুলি করছেন অনেকদিন ধরে, তারা বেআইনিভাবে কাজ করছেন তা তিনি মনে করেন না। যদি তেমন কিছু থেকে থাকে তাহলে তা অবিলম্বে শুধরে নেওয়া হবে। এক কথায় বলতে গেলে ভুল শোধরানোর আশ্বাস রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের মুখে। আবার অন্য মুখে এও বলছেন যে প্রোমোটাররা নিশ্চয়ই বেআইনি কাজ করেনি।

সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর নগর নিগম ও রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ তাহলে কি শুধু প্রোমোটারদের স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যেই কি দুর্গাপুর শিল্পাঞ্চলে কাজ করে চলেছে ? তারা কি সত্যিই সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments