eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে রক্ত পরীক্ষা শিবির

রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে রক্ত পরীক্ষা শিবির

সংবাদদাতা,আসানসোলঃ– রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে চললো রক্ত পরীক্ষা শিবির। বৃহস্পতিবার রাতে আসানসোল পৌর নিগমের পক্ষ থকে ৯৩ নম্বর ওয়ার্ডের রানীগঞ্জের হালদারবাঁধ এলাকায় ও ৯১ নম্বর ওয়ার্ডের কাঠগাদা হেলথ সেন্টারে ওই রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। ফাইলেরিয়া রোগী শনাক্তকরণের জন্য ওই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত। রক্ত পরীক্ষা শিবির দুটি চলে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত।

কিন্তু রাতে কেন রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন? শিবিরে উপস্থিত চিকিৎসক এস মাঝি জানান, ফাইলেরিয়া একটি মশা বাহিত রোগ । ফাইলেরিয়ার জীবানু সাধারণত মানুষের লিম্ফেটিক চ্যানেল বা লসিকা নালী যেখানে খাদ্য রস থাকে সেই নালীতে লুকিয়ে থাকে। গভীর রাতে মানুষ যখন ঘুমায় তখন ওই জীবানু মানুষের শিরা উপশিরার মধ্যে আসে। তাই ওই সময় মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে সেই রক্ত পরীক্ষা করলে ফাইলেরিয়ার জীবানু ধরা পড়ে। তাই রাতের দিকে এই রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত জানান পৌরনিগমের পক্ষ থেকে যে সব এলাকায় ফাইলেরিয়া রোগীর খোঁজ মিলিছে ওই এলাকা গুলিকে চিহ্নিত করে রক্ত পরীক্ষা শিবির করা হচ্ছে। ইতি মধ্যে কুলটি ও আসানসোলের বেশকিছু জায়গায় এই শিবির করা হয়েছে এবং আগামী দিনেও অন্যান্য এলাকাতেও এই শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments