eaibanglai
Homeএই বাংলায়নির্মাণের বছরেই ভেঙে পড়েছে সেতু, কাঠগড়ায় শাসক দল

নির্মাণের বছরেই ভেঙে পড়েছে সেতু, কাঠগড়ায় শাসক দল

সংবাদদাতা,বাঁকুড়াঃ– নির্মাণের বছরেই ভেঙে পড়েছে সেতু। বিপাকে একাধিক গ্রামের বাসিন্দারা। কাঠগড়ায় শাসক দল। ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত লাউগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছোটপাগলা গ্রামের।

প্রসঙ্গত, ২০১৭ সালে লক্ষাধিক টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল পাকা সেতুটি। উদ্বোধনও করা হয়েছিল ঘটা করে। কিন্তু ওই বছরেই ফাটল ধরে যায় সেতুটিতে। এখন সেতুটি পুরোপুরি ভেঙ্গে পড়েছে । লাউগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মঙ্গলপুর,লক্ষণহাটি,মধুবন,চুয়াডাঙ্গা,মহামায়া কলোনি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নদী পারাপারের এই সেতুটিই ছিল একটি মাত্র সেতু। সেতু পারাপার না করলে ৫ কিলোমিটার ঘুরপথের সাহায্যে নিতে হয় গ্রামবাসীদের। তাই স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষক, সাধারণ মানুষ সবাই কাজের সময় এই বিপজ্জনক ভাবে ভেঙে যাওয়া সেতুটি পারাপারের জন্য ব্যবহার করেন। আর এই ভাঙা সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়েছে গ্রামবাসীদের।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের দাবি , তাঁদের তত্ত্বাবধানে সেতুর নির্মাণ কাজ হলে হয়তো এই বিপত্তি ঘটতো না। এই ক্ষেত্রে গ্রামবাসীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কাটমানির তত্ত্বকে সামনে এনেছেন। তাঁদের অভিযোগ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে সেতুর এই পরিণতি হয়েছে। পাশাপাশি বিরোধী শিবির স্থানীয় বিজেপি নেতৃত্বও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কাটমানির তত্ত্বকেই সেতুর এই করুণ পরিণতির জন্য দায়ী করেছে।

বিষয়টি নিয়ে শাসক দলের ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরো বিষয়টি তাঁদের গোচরে আছে,তারা বিষয়টি সম্পর্কে উপরমহলে জানিয়েছেন। শীঘ্রই একটা সমাধান হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments