সংবাদদাতা, বাঁকুড়া:– প্রায় ১৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে বাঁকুড়া থেকে এক বাঙালি শিল্পপতিকে গ্রেফতার করল ঝাড়খণ্ডের পুলিশ। ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। তাঁর পুরুলিয়ায় একটি টিএমটি বার তৈরির কারখানা রয়েছে। মাস চারেক আগে ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানায় ভবানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবসায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন ধ্রুব নারায়ণ নামে সেখানকার এক শিল্পপতি। এরপরই ভবানী মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যদিও ঝাড়খণ্ডের পুলিশের দাবি গত চার মাস ধরে বাঙালি এই শিল্পপতির নাঙ্গাল পাচ্ছিলেন না তাঁরা। অবশেষে রবিবার তাঁর মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ জানতে পারে এদিন পুরুলিয়া থেকে কলকাতার উদ্দেশ্য যাচ্ছেন ব্যবসায়ী তথা শিল্পপতি ভবানী মুখোপাধ্যায়। এরপরই ধাওয়া করে বাঁকুড়া শহরের কাছে তাঁকে গ্রেফতার করে বোকারোর চাস থানার পুলিশ। এদিন দুপুরেই তাঁকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয় এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর ধৃত বাঙালি ব্যবসায়ীর বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে । যদিও আদালতে হাজির করানোর সময় অভিযুক্ত ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এমনকি কিসের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তাও জানেন না বলে তিনি দাবি করেন।