eaibanglai
Homeএই বাংলায়রেলের উচ্ছেদ অভিযান নিয়ে আসানসোলে চড়ছে রাজনৈতিক পারদ

রেলের উচ্ছেদ অভিযান নিয়ে আসানসোলে চড়ছে রাজনৈতিক পারদ

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের ডিপোপাড়ায় রেলের উচ্ছেদ নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। ডিপোপাড়ার রেলওয়ে ট্রেড্রাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে একদিকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আন্দোলনে সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন। অন্যদিকে শাসক দল তথা মন্ত্রীর এই আন্দোলনকে নাটক বলে বিদ্রুপ করছেন আসানসোলের প্রক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

প্রসঙ্গত ফ্রেট করিডর তৈরির জন্য গত একবছর ধরেই দেশের বিভিন্ন রাজ্যে জমি অধিগ্রহণ করছে ভারতীয় রেল। সেই ফ্রেড করিডর নির্মাণের জন্য রেলের তরফে আসানসোলের ডিপো পাড়া এলাকায় দোকানদারদের সরে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আর রেলের ওই নোটিশ জারি হওয়ার পর থেকেই পুনর্বাসনের দাবিতে মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছে এলাকার ব্যবসায়ী তথা স্থানীয় বাসিন্দারা। এবার সেই মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আন্দোলনকারীদের সঙ্গে থাকার আশ্বাস দেন। এমনকি আন্দোলনে সামনে থেকে লড়াই করার কথাও বলেন তিনি। মন্ত্রী জানান মুখ্যমন্ত্রীর নীতি এই রাজ্যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। রেল যদি পুনর্বাসন না দেয় বা তাদের দেওয়ার জায়গা আন্দোলনকারীদের পছন্দ না হয় তাহলে এই উচ্ছেদ অভিযানে কোনও মতেই সফল হতে পারবে না রেল।

অন্যদিকে মন্ত্রীর এই আশ্বাস বাণী নিয়েই রীতিমতো সরব হয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এমনকি শাসক দলের এই আন্দোলনকে নাটক বলেও কটাক্ষ করেছেন তিনি। জিতেন্দ্র তিওয়ারির দাবি ফ্রেট করিডর করার জন্য যখন জমি অধিগ্রহণের নকশা করা হয়েছে তখন এই রাজ্য সরকারের সম্মতিতেই ডিপোপাড়ার জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছিলেন স্থানীয় জেলা শাসক। শাসক দলের নেতা মন্ত্রী, সাংসদরা সবাই সবকিছুই জানতেন। এখন আন্দোলনে পাশে থাকার নাটক করছেন। যদি সত্যি এলাকার মানুষের পাশে থাকেন তাদলে তাঁরা আইনের পথে আদালতের দ্বারস্থ হচ্ছেন না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে ফ্রেট করিডর নির্মাণ ঘিরে রেলের উচ্ছেদ অভিযানকে নিয়ে আসানসোলে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক যুদ্ধ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments