নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ‘অস্বাভাবিক মৃত্যু’তে ক্ষোভ অব্যাহত। উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মৃত লালনের স্ত্রী ও পরিবার। অভিযোগ লালন শেখকে খুন করা হয়েছে।
এবার এই ঘটনার রেশ পৌঁছল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বুধবার সকাল থেকে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের বাইরে তুমল বিক্ষোভ দেখাতে থাকে দুর্গাপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। কয়েক হাজার মানুষ সামিল হয় এই বিক্ষোভ আন্দোলনে। কি করে সিবিআই এর হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যু হল তার জবাব চেয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এমনকি যতক্ষণ না পর্যন্ত পুরো ঘটনা প্রকাশ্যে আসছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এনআইটি চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিয়ে এলাকায় ছুটে যায় দুর্গাপুর থানার পুলিশ।
প্রসঙ্গত সোমবার বিকেলে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগারে গলায় গামছা জড়ানো অবস্থায় লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআইয়ের তরফে দাবি করা হয় আত্মহত্যা করেছেন লালন । সিবিআইয়ের তরফে স্থানীয় থানাকেও জানানো হয়। যদিও সিবিআইয়ের দাবি মানতে নারাজ লালন শেখের স্ত্রী ও তার পরিবার। সিবিআই এর তিন আধিকারিকের বিরুদ্ধে লালন শেখেকে হত্যা করার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী।