নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সেলসম্যান সেজে ভরদুপুরে সোনার অলঙ্কার লুঠের ঘটনায় শহরে আতঙ্ক ছড়াল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি।
দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মী অরূপ চৌধুরীর বাড়ি থেকে সোনার অলঙ্কার লুঠের ঘটনাটি ঘটে। জানা গেছে শুক্রবার দুপুরে দুই যুবক বিভিন্ন ধাতুর বাসনপত্র চমকানোর পাউডার বিক্রির নাম করে অরূপবাবুর বাড়িতে ঢোকে। এবং ওই পাউডার দিয়ে কিভাবে বাসনপত্র চমকানো হয় তার ডেমনস্ট্রেশন দিতে থাকে। এরই ফাঁকে তারা জানায় ওই পাউডার দিয়ে সোনা, রুপোর অলঙ্কারও নিমেষের মধ্যে পালিশ করে চমকানো যায়। অরূপবাবু ও তাঁর স্ত্রী ওই যুবকদের উপর বিশ্বাস করে একটি সোনার আংটি ও হার ওই যুবকদের হাতে তুলে দেন পালিশ করার জন্য। অভিযোগ এরপরই পরিবারের সদস্যদের চোখে ধুলে দিয়ে প্রায় দু’লক্ষ টাকার অলঙ্কার নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক। অরূপবাবুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলেও ওই দই যুবক ততক্ষণে পগার পার। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।