নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নতুন রূপে সেজে উঠছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। শনিবার বিকেলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন বহির্বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। স্থাপন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত , দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।
প্রসঙ্গত দুর্গাপুর মহকুমা হাসপাতালের উন্নতিকল্পে এগিয়ে এসেছেন শহরের শিল্পপতিরা। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন বহির্বিভাগ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান রাজ্যের সরকারি হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে তৎপর রাজ্য প্রশাসন। পাশাপাশি শিল্পপতিরাও এগিয়ে আসছেন হাসপাতালের উন্নয়ন সাধনের জন্য। ফলে উন্নয়নের কাজ করা সহজসাধ্য হচ্ছে।