সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল কম্বলকাণ্ডে বিজেপি নেত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে আবারও নোটিশ পাঠাল আসানসোল দুর্গাপুর পুলিশ। এই নিয়ে বিজেপি নেত্রীকে জেরা করার জন্য পুলিশের পক্ষ থেকে তৃতীয়বার নোটিশ পাঠানো হল। এদিন আসানসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির ফ্ল্য়াটে নোটিশ দিতে যায় পুলিশ। কিন্তু বাড়িতে কেউ না থাকায় আগের দুবারের মতোই বন্ধ দরজায় নোটিশ সাঁটিয়ে দেয় পুলিশ। নোটিশে চৈতালিদেবীকে শনিবার সকালে তাঁর ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত এর আগেও দু’দুবার চৈতালি তিওয়ারিকে জেরা করতে চেয়ে নোটিশ পাঠিয়ে ও তাঁর ফ্ল্যাটে হাজির হয়েও ফ্ল্যাট তালা বন্ধ থাকায় বিজেপি নেত্রীকে জেরা করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি, তাঁর স্বামী জিতেন্দ্র তিওয়ারি সহ আরও কয়েকজন বিজেপি নেতার উদ্যোগে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে পাঁচ হাজার কম্বল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে কম্বল বিতরণের সময় হুড়োহুড়ি পড়ে যায় ও পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। জখম হন আরও বেশ কয়েকজন। ঘটনাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয় ওই অনুষ্ঠানের জন্য লিখিত কোনও অনুমোদন নেওয়া হয়নি।
এর পরই ঘটনায় মামলা দায়ের হয়। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস পাঠায় পুলিশ। তবে আগের দু’বারই তিনি পুলিশি জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন। এদিকে কম্বলকাণ্ডে ইতিমধ্যেই চৈতালিদেবীকে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। রক্ষা কবচের মেয়াদ ৩ সপ্তাহ।। এই সময়ের মধ্যে বিজেপি নেত্রীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এই সময়ের মধ্যে চাইলে চৈতালিদেবী আগাম জামিনেরও আবেদন করতে পারবেন। তবে আদালত জানিয়েছে, এই ঘটনার তদন্তে চৈতালিদেবীকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তাঁকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই হাজিরাও দিতে হবে। এখন আগামীকাল শনিবার তিনি তদন্তকারীদের মুখোমুখি হন কি না সেটাই দেখার।