eaibanglai
Homeএই বাংলায়কোভিড নিয়ে উদ্বেগ, অধিকাংশ নাগরিকই বুস্টার ডোজ নেয়নি

কোভিড নিয়ে উদ্বেগ, অধিকাংশ নাগরিকই বুস্টার ডোজ নেয়নি

সংবাদদাতা,পশ্চিম বর্ধমানঃ– চিনের করোনা পরিস্থিতি নতুন করে করোনা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। চিনে বিএফ.৭ সংক্রমণের শিকার হচ্ছেন মানুষজন। বিশেষজ্ঞদের মতে এই বিএফ.৭ আক্রান্ত ব্যক্তি ১৮ জনকে সংক্রমিত করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন , যাঁরা শারীরিক ভাবে দুর্বল বা যাঁদের ‘ক্রনিক’ রোগ রয়েছে, তাঁদের আক্রান্ত হাওয়ার সম্ভাবনা থাকলেও যারা মোটের উপরে সুস্থ, তাঁদের তেমন চিন্তার কারন নেই। যদিও বুস্টার ডোজ নেওয়া নিয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে প্রতিষেধক নেওয়া থাকলে করোনায় আক্রান্ত হলেও সেই রোগীর মৃত্যু হবে না।

এদিকে করোনার প্রতিষেধক বুস্টার ডোজ নিয়ে সারা দেশেরে পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। জানা গিয়েছে, জেলায় যত জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তার মাত্র ২২ শতাংশ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় ২০ লক্ষ ৪২ হাজার ২৭৫ জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। প্রথম ডোজ নিয়েছেন ২০ লক্ষ ৪৪ হাজার ৩৭৪ জন, যা লক্ষ্যমাত্রার তুলনায় একশো শতাংশেরও বেশি। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ লক্ষ ২৫ হাজার ৪৮৬ জন, যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। কিন্তু বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ৪ লক্ষ ৪৫ হাজার ৩৯৩ জন, যা লক্ষ্যমাত্রার ২২ শতাংশের কাছাকাছি।

এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্তারা বুস্টার ডোজ নেওয়া এবং নাগরিকদের সচেতন করার বিষয়ে জোর দিচ্ছেন। তবে অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞই জানাচ্ছেন, দেশে এখনও আতঙ্কিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি । কিন্তু সতর্কতার ক্ষেত্রে কোনও রকম ঢিলে দেওয়া যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments