eaibanglai
Homeএই বাংলায়ইংরেজি নববর্ষে পর্যটকদের ঢল পর্যটন কেন্দ্রগুলিতে

ইংরেজি নববর্ষে পর্যটকদের ঢল পর্যটন কেন্দ্রগুলিতে

সংবাদদাতা, আসানসোল ও বাঁকুড়াঃ- ইংরেজি নববর্ষে বছরের প্রথম দিনে পর্যটকদের ঢল নামলো পশ্চিম বর্ধমানের আসানসোল ও বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলিতে। এদিন আসানসোলের পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের ভীড় উপচে পরছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বনভোজন করতে এসেছিলেন পর্যটকরা। এমনকি পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও এসেছিল পর্যটকদের দল।

সবুজ প্রাকৃতিক পরিবেশে সাথে মাইথন জ্বলাধারে নৌকাবিহার পর্যটকদের বরাবরই আকর্ষন করে। আসানসোলের মাইথন থার্ডডাইক, সিধাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটক দের ঢল দেখা গেছে এদিন। পাশাপাশি এই ভীড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি পিকনিক স্পটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় নজরদারি। একই সাথে সালানপুর ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকেও উপস্থিত পর্যটকদের সুবিধার্থে স্বেচ্ছা সেবকের ব‍্যবস্থা করা হয়েছিল। এছড়া বছরের প্রথম দিনে মাইথন জলাধার লাগোয়া মা কল‍্যাণেশ্বরী মন্দিরেও দর্শনার্থী ও পর্যটকদের ভীড় দেখা যায়। এদিন অনেক ভক্তই মায়ের মন্দিরে পুজো দিয়ে দেবীর দর্শন সেরে বছরের সূচনা করেন। দেবীর মন্দিরে ভীড় নিয়ন্ত্রণে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব‍্যবস্থা গ্রহণ করা হয়।

আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনামুখীর রণডিহা ড্যামও বছরের নতুন দিনে পর্যটকদের ভীড়ে জমজমাট হয়ে উঠল। দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে পিকনিক করতে ভীড় জমিয়েছিলেন। আর ভীড়ের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনও সতর্ক ছিল। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ড্যামের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল পুলিশ।

আর পর্যটন কেন্দ্রগুলিতে পুলিশ প্রশাসনের এই তৎপরতার প্রসংশা করেন ঘুরতে আসা পর্যটকেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments